বিশেষ প্রতিবেদক(১৭ আগস্ট) :: Implementation Monitoring Evaluation and Division ( IMED)- এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার জেলায় চলমান মেগা উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কিত হালনাগাদ তথ্যাবলী অবহিতকরণ বিষয়ক ভিডিও কনফারেন্স।
বৃহস্পতিবার বিকেলে মন্ত্রী পরিষদ বিভাগের কার্যালয় থেকে এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মাননীয় মন্ত্রী পরিষদ সচিব ( সমন্বয় ও সংস্কার ) মো: জিয়াউল আলম।
আইএমইডি-এর কার্যলয় থেকে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সভাপতি হিসেবে যুক্ত ছিলেন আইএমইডি-এর মাননীয় সচিব মো: মফিজুল ইসলাম।
কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: আলী হোসেন মহোদয় এর মাধ্যমে এই অনুষ্ঠানে জেলার সকল দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় করেন অতিথিবৃন্দ।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, মাতারবাড়ি বাড়ি তাপ বিদ্যুৎ প্রকল্প, পল্লী বিদ্যুৎ,ঘুংধুম-মায়ানমার সড়ক পথ নির্মাণ প্রকল্প, মেরিন ড্রাইভ, আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ কাজের অগ্রগতি, খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা প্রকৌশল, এলজিইিডি, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথসহ জেলার বিভিন্ন মেগা প্রকল্পের বর্তমানে কাজের অগ্রগতি ও সার্বিক অবস্থা স্ব-স্ব বিভাগের প্রধানগণ তুলে ধরেন।
এ সময় মাননীয় সচিব সংশ্লিষ্ট প্রকল্পের কাজগুলো নির্দিষ্ট মেয়াদের মধ্যে শেষ করতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং এতদসংক্রান্ত বিষয়ে আইএমইডি থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন তিনি।
এ সময় জেলা প্রশাসক মহোদয় উপস্থিত সকল দপ্তরের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে মাননীয় সচিব মহোদয়ের দিক-নির্দেশনানুযায়ী প্রকল্পের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার অভিমত ব্যক্ত করেন এবং মাননীয় অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ ছাড়া তিনি আরও বলেন, এ ধরনের ভিডিও কনফারেন্স দু / তিনমাস পর পর করা গেলে কাজের অগ্রগতি বৃদ্ধি পাবে এবং সুপার ভিশন হবে।
ভিডিও কনফারেন্স অনুষ্ঠাানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল ( অব: ) ফোরকান আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসটি ) মোহাম্মদ মাহিদুর রহমান, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ( এনডিসি) তাহমিলুর রহমান,ফারজানা প্রিয়াংকা, এহসান মুরাদ, জুয়েল আহমেদ, একেএম লুৎফর রহমান, ফারজানা রহমান ও সাইয়েমা হাসান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ,জেলা প্রশাসনের আইসিটি শাখার সহকারি প্রোগ্রামার মো: ছুরত আলম আকাশসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Posted ২:২৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta