কক্সবাংলা রিপোর্ট(২১ ডিসেম্বর) :: কক্সবাজার জেলায় আগামী ২৩ ডিসেম্বর শনিবার ৬ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৮ হাজার ২৩ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলার সব ইপিআই কেন্দ্রে ভিটামিন ক্যাপসুল খাওয়াবেন মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।
বৃহম্পতিবার সকাল ১১টায় জেলা ইপিআই কার্যলয়ে সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ সভায় এই তথ্য জানান এই তথ্য জানান জেলা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দীন আলমগীর।
জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম সবুজ এর উপস্থাপনায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনএইচসিআর এর ডিএনএসও নরেশ চন্দ্র দাশ।
তিনি জানান,ভিটামিন-এ ক্যাপসুলে কোনও স্বাস্থ ঝুঁকি নেই।শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে।এছাড়া শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, দৃষ্টিশক্তি ভালো রাখা, শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো জরুরী।
সভায় সিরাজুল ইসলাম সবুজ জানান,কক্সবাজার জেলার আট উপজেলায় ১৯৫১ টি টিকাদান কেন্দ্রে ৪ লাখ ৫৮ হাজার ২৩ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্থায়ী নয়টি, অস্থায়ী ১,৮৪০টি, ভ্রাম্যমান ২৭টি এবং অতিরিক্ত ৭৫টি কেন্দ্রে টিকা খাওয়ানো হবে। আর এ ক্যাপসুল খাওয়ানোর দায়িত্বে থাকবেন ২৩৫ জন স্বাস্থ্য সহকারী, ২১১ জন পরিবার কল্যাণ সহকারী, ৫৪০৭ জন স্বেচ্ছাসেবক। এছাড়া ২১৯ জন তত্ত্বাবধায়ক কাজ করবেন।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দীন আলমগীর কক্সবাংলাকে জানান,ভিটামিন ‘এ’র অভাবে রাতকানা রোগ হয়। দীর্ঘদিন ধরে সফলভাবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন পরিচালিত হওয়ার কারণে জেলায় রাতকানা রোগ প্রায় নেই বললেই চলে।
তিনি আরও বলেন,জেলার স্বাস্থ্য মাঠকর্মীদের পাশাপাশি বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকেরা এতে অংশ নেবেন।সকাল আটটা থেকে বিকেল চারটার মধ্যে শিশুদের নিকটস্থ টিকা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বাবা, মা ও অভিভাবকদের অনুরোধ জানান।
Posted ৭:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta