রোতাব চৌধূরী :: কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
রবিবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহিদ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী , ডেপুটি সিভিল সার্জন ডা মহিউদ্দীন মো আলমগীরসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্য বিভাগ,যানজট নিরসন, আগত পর্যটকদের নিরাপত্তা,মডেল মসজিদ নির্মাণ,পাহাড় কাটা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়।
এর আগে জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
Posted ১২:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta