বিশেষ প্রতিবেদক(২০ আগস্ট) :: কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
জেলা প্রশাসক মোঃ আলী হোসনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে ২০১৮ সালের মধ্যে সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুততার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া রামু হাসপাতালে বিদ্যুৎ সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থার নেয়ার পরামর্শ প্রদান করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আনোয়ারুল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার মো: আফরুজুল হক টুটুল, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবউল করিম, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাজাহান আলী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল কালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) পঙ্কজ বড়–য়া, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট একেএম লুৎফর রহমান,জেলা আওয়ামীলীগ নেতা সালাহউদ্দিন আহমেদ (সিআইপি), সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় খুরুস্কুল আশ্রয়ন প্রকল্প, মাতারবাড়ি,রাজঘাট,মুহুরীঘোনা এবং একতা বাজার-ইউনুছ আলী সড়ক নির্মাণ বাস্তবায়ন, অরক্ষিত বেড়িবাঁধ পুন:নির্মাণ, শহরে অবৈধ টমটম চলাচল ও চার্জিং ষ্টেশন বন্ধ ও স্বাস্থ্যসেবাবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সার ও বীজ মনিটরিং কমিটি ও জেলা কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত হয়।
Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta