বিশেষ প্রতিবেদক(৭ আগস্ট) :: কক্সবাজার জেলা কারাগারে মো. মঞ্জুর শেখ (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। অসুস্থ এই হাজতিকে কক্সবাজার হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন। ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ডিবি পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান নিহতের স্বজনরা। নিহত মো. মঞ্জুর শেখ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মানিকনগর এলাকার মৃত বাদশা মিয়া শেখের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীন আব্দুর রহমান চৌধুরী জানান, কক্সবাজার জেলা কারাগার থেকে রবিবার সন্ধ্যায় মো. মঞ্জুর শেখ নামে এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। আরএমও জানান- গত ৩০ জুলাই মঞ্জুর শেখকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ওই দিন চিকিৎসা দেয়ার পর পুলিশ তাঁকে নিয়ে যায়।
এদিকে স্বজনদের অভিযোগ, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত ২৯ জুলাই সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের কক্সবাজার অংশ থেকে তাকে আটক করে শারীরিকভাবে নির্যাতন চালায়। পরে ছেড়ে দেয়ার কথা বলে ডিবি পুলিশ তাঁর স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা আদায় করেছে। কিন্তু তাঁকে ছেড়ে না দিয়ে ওইদিন রাতেই কক্সবাজার সদর থানায় মামলা করা হয়।
নিহতের মেয়ে আয়েশা বেগম বলেন, আমার পিতা মঞ্জুর শেখ একটি ট্রাক কেনার জন্য কথাবার্তা বলতে কক্সবাজার গিয়েছিলেন। গত ২৯ জুলাই সন্ধ্যার দিকে ডিবি পুলিশ পরিচয়ে অপরিচিত এক ব্যক্তি তাঁর বাবার মোবাইল ফোন থেকে ইয়াবা সহ তাকে আটকের কথা জানায়। পরে তাকে ছেড়ে দিতে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। তিনি বলেন- ‘অপরিচিত ব্যক্তিটির দেয়া বিকাশ নম্বরে (০১৭৭৯-৭০৯০৮০) ঘটনার দিন রাতে বিভিন্ন এজেন্ট নম্বর (বিকাশ) মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করি। কিন্তু টাকা দেয়ার পরও আমার পিতাকে ছেড়ে না দিয়ে মামলা দায়ের করে আসামী করা হয়।’
আয়েশা অভিযোগ করেন- ‘খবর পেয়ে পরিবারের লোকজন কক্সবাজার গিয়ে দেখতে পান পুলিশের নির্যাতনে আমার পিতার হাত-পা সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম রয়েছে। আটকের পর নির্যাতনের কারণে ডিবি পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসার পরপরই ইয়াবা উদ্ধারের ঘটনা দেখিয়ে তাঁকে কক্সবাজার সদর থানায় নিয়ে আসে। মামলা দিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।’ তিনি বলেন- রবিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা কারাগারে মঞ্জুর শেখ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে আয়েশা বেগম বলেন- ইয়াবা উদ্ধারের ঘটনা দেখিয়ে তাঁর পিতাকে আটক, ছেড়ে দেয়ার কথা বলে টাকা আদায় এবং শারীরিক নির্যাতনে মৃত্যুর অভিযোগে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তারা। কক্সবাজার জেলা কারাগারের ডেপুটি জেলার অর্পণ চৌধুরী বলেন- মঞ্জুর শেখ নামে এক হাজতি অসুস্থ হলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন। তবে কি কারণে হাজতি অসুস্থ ছিলেন জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এজাহারের বরাত দিয়ে কক্সবাজার সদর থানার ওসি রণজিত কুমার বড়–য়া বলেন- ইয়াবাসহ আটক দেখিয়ে মো. মঞ্জুর শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে গত ৩০ জুলাই ডিবি পুলিশ বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। তবে মামলা নথিভূক্তকালে আসামী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এজাহারে উল্লেখ রয়েছে অভিযানের সময় পালানোর চেষ্টাকালে পুলিশ ধাওয়া দিলে মঞ্জুর শেখ পায়ে সামান্য আঘাত পেয়েছে। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে। ডিবি পুলিশের এসআই মাহবুব আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।
ডিবি পুলিশ ওই আসামীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি মো. মনিরুল ইসলাম বলেন- নিহত মঞ্জুর শেখ একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তিনি কক্সবাজার থেকে বিশেষ কৌশলে ইয়াবার চালান মুন্সিগঞ্জে নিয়ে খুচরা বিক্রি করতেন। তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ৪টি মামলা রয়েছে।
তিনি বলেন- ‘গত ২৯ জুলাই মঞ্জুর শেখকে এক হাজার ইয়াবা সহ আটক করা হয়েছে। অভিযানের সময় পালানোর চেষ্টাকালে তিনি পায়ে সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে তাকে জেল হাজতে পাঠানো হয়েছিল।’ মঞ্জুর শেখ শারীরিক ভাবে তিনি বেশ শক্ত-সামর্থ্য লোক উল্লেখ করে তাঁকে নির্যাতন ও টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন ওসি।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী বলেন- ময়না তদন্তের পর প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এর আগে নিশ্চিত করে কোন কিছু বলা যাচ্ছে না।
টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন বলেন, মঞ্জুর শেখের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে।
Posted ৫:৪২ অপরাহ্ণ | সোমবার, ০৭ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta