সংবাদ বিজ্ঞাপ্তি(২০ জুলাই) :: পরম প্রেমময় ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উৎসব সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে কক্সবাজার জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আগামী ২২ জুলাই শনিবার বিকাল ৪টায় শ্রী শ্রী কৃষ্ণানন্দ ধাম প্রাঙ্গন ঘোনার পাড়া কক্সবাজারে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সকল কর্মকর্তা ও সদস্য এবং সম্মানীত উপদেষ্ট মন্ডলীর সদস্যগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে শ্রী রাজ বিহারী দাশ (কাউন্সিলর) সভাপতি ও শ্রী সুনিল কান্তি দত্ত সাধারণ সম্পাদক বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
Posted ৮:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta