প্রেস বিজ্ঞপ্তি(17 মে) :: কক্সবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন বিষয়ক মহিলা সমাবেশ চাকমারকুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সরকারের সাফল্য ও অর্জন বিষয়ে গ্রামীন জনগোষ্ঠীকে অবহিতকরণ ও উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণের লক্ষে উক্ত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাকমারকুল ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার নাছির উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন বলেন বর্তমান সরকারের লক্ষ্য দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়া, এলক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন ভিশন 2021 বাস্তবায়নে নারী সমাজকে এগিয়ে আসতে হবে, নারীদের উন্নয়নে সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামীপরিত্যাক্তা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন ভাতা দিচ্ছে। সমাবেশে অন্যান্য বক্তাগণ সরকারের বিগত বছরগুলোর সফলতা তুলে ধরেন।
Posted ৮:০৬ অপরাহ্ণ | বুধবার, ১৭ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta