মো: ফারুক,পেকুয়া(২১ জুন) :: অবেশেষে দীর্ঘ প্রতিক্ষার পর কক্সবাজার জেলা পরিষদ ৪নং ওয়ার্ড় (পেকুয়া সদর, বারবাকিয়া, উজানটিয়া, মগনামা, রাজাখালী ও টইটং) নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত জাহাঙ্গীর আলম শপথ নিয়েছেন।
২১ জুন দুপুর সাড়ে ১২টায় স্থানীয় সরকার মন্ত্রানালয়ের মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এর কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান।
১ম নির্বাচনে মামলা জড়িলতায় নির্বাচন বন্ধ হলে নির্বাচন কমিশন গত ২৩ মে এ নির্বাচনের তফসিল ঘোষনা করে। এ নির্বাচনে ৭৮ ভোটের মধ্যে ৫৮ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।
Posted ২:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta