কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের সর্বজন শ্রদ্ধেয় বিদায়ী জেলা প্রশাসক মো: কামাল হোসেনকে বিদায়ী শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছে শারদীয় প্রকাশনা পরিষদ।
৪ঠা জানুয়ারী বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি “বিদায়ী সম্মানন” ক্রেষ্ট উপহার দেন প্রতিমা স্মরণিকার সম্পাদক চঞ্চল দাশগুপ্ত।
এ সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,সহ সম্পাদক স্বপন গুহ ও জেলা আইনজীবি ঐক্য পরিষদ এর সদস্য সচিব এডভোকেট বাপ্পী শর্মা।
পরে বিদায়ী জেলা প্রশাসকের সাথে কুশল বিনিময় করেন তারা। এ সময় জেলা প্রশাসক মো: কামাল হোসেন উপহার পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কুশল বিনিময়কালে জেলা প্রশাসক মো: কামাল হোসেনের বিভিন্ন কর্মমান্ড স্বরণ করেন তারা।গত তিন বছরে জেলার অসহায় গরীব মানুষদের জন্য তিনি সব সময় সাহায্য সহযোগীতা করে গেছেন।করোনা মহামারীর সময়ে জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় তিনি জেলার প্রতিটি প্রান্তে ছুটে গেছেন এবং সাহায়্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি কক্সবাজারে প্রথমবার প্রতিবন্ধি শিশুদের জন্য অরুনোদয় স্কুল প্রতিষ্টা করে গেছেন।শিশুদের খেলাধুলা ও মানসিক বিকাশের জন্য শিশু পার্ক স্থাপন,শিশু হাসপাতাল স্থাপন,ডিসি কলেজ স্থাপন করেছেন।
এ ছাড়াও করোনাকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রথমবারের মতো ১০ বেডের আইসিইউ,৮ বেডের এইসডিইউ,হাই ফ্লো নাজাল ক্যানুলা প্রদান ও সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনে অগ্রনি ভূমিকা রাখেন।তিনি শহরের অসহায় পথ শিশুদের কল্যানে এবং গৃহহীন মানুষদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করেন।তিনি প্রতি সপ্তাহে গণশুনানির মাধ্যমে জেলার মানুষের সমস্যার সমাধান করতেন।
পরিশেষে জেলা প্রশাসক মো: কামাল হোসেন একজন খাঁটি মনের মানুষ হিসাবে কক্সবাজারের ইতিহাসে তার এ উদ্যোগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে জানান তারা। এসময় জেলা প্রশাসক তাঁর কার্য়কালে কক্সবাজারবাসী তাকে যেভাবে সহযোগীতা সন্মান দেখিয়েছে তা আজীবণ স্মরণ থাকবে বলে জানান।
Posted ১১:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Das Gupta