সংবাদ বিজ্ঞপ্তি(২২ ডিসেম্বর) :: সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো.আলী হোসেন।
২১ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আদেশে মো. আলী হোসেনসহ ১৮৯ জনের পদোন্নতির কথা উল্লেখপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে নিয়োগ করা হয়।
মো.আলী হোসেন ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারী কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করেন।
ফলে একজন সৎ, আদর্শবান ও ন্যায় পরায়ন জেলা প্রশাসক হিসেবে সকল শ্রেণী-পেশার মানুষসহ পুরো জেলাবাসীর কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেন। এর আগে তিনি মন্ত্রী পরিষদ বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, কক্সবাজারের জেলা প্রশাসক মো.আলী হোসেন ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ও এমবিএ শেষে সর্বশেষ ২০১২ সালে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
এদিকে কক্সবাজারের জনপ্রিয় জেলা প্রশাসক জনাব মোঃ আলী হোসেন যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন নাজির স্বপন ও ফরিদের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
Posted ১১:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta