বিশেষ প্রতিবেদক(৫ জুন) :: “আমি প্রকৃতির, প্রকৃতি আমার (I`m with nature.)” এ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর পরিবেশ চক্রের অনেক কিছুই সংকটপূর্ণ আঘাতের দিকে ধাবিত হচ্ছে। আমাদের জন্য পরিবর্তনের এখনই সময়। পরিবেশ রক্ষা এবং কার্বন হ্রাস কমানোর ব্যাপারে আমাদের প্রতিশ্রুতি থাকতে হবে। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে পরিবেশের ক্ষতি-বৃদ্ধি ব্যাতিরেকে সকল মানুষের জীবন-মান উন্নয়নে সংশ্লিস্ট থাকতে হবে। যেমন পণ্য ব্যবহারের ক্ষেত্রে আমাদের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে,জ্বালানি, পানি এবং অন্যান্য সম্পদের স্বল্প ব্যবহার এবং খাদ্য অপচয় কমিয়ে এনে, এগুলো আমরা সঠিকভাবে করতে পারি ।
এ ছাড়া উপস্থিত শিক্ষার্থীদের অবহিত করার উদ্দেশ্যে পরিবেশ দিবসের তাৎপর্য সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন জেলা প্রশাসক মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাইফুল ইসলাম মজুমদার ।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের মধ্যে দিয়ে স্থিতিশীল উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সকলকে পরিবেশের প্রভাব সম্পর্কে অধিকতর সচেতন হওয়ার আহবান জানান ।
এ সময় বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) কেরামত উল্লাহ মল্লিক, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটভি ম্যাজিষ্ট্রেট রুবাইয়া অফরোজ, বিভিন্ন পরিবেশ সংহঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ৫:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta