প্রেস বিজ্ঞপ্তি(২০ মে) :: কক্সবাজার জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসক সহধর্মিনী সেলিনা রহমান মহিলা ক্রীড়া সংস্থার ভলিবল প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন।
শনিবার ২০ মে বিকেলে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনু্িষ্ঠত ভলিবল প্রশিক্ষণে উপস্থিত থেকে তিনি প্রশিক্ষণার্থীদের খেলা প্রত্যক্ষ করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ক্রীড়ায় কক্সবাজার জেলা এগিয়ে যাচ্ছে। সব খেলাধুলায় এখন আমাদের মেয়েরা পারদর্শী। তিনি মহিলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরো জোরদারকরণে সকল কর্মকর্তা ও সদস্যদের সক্রিয় থেকে কাজ করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শামসুন নাহার, ফাতেমা বেগম লাবণী, সাধারণ সম্পাদক গোপা সেন, সহ সাধারণ সম্পাদক খালেদা জেসমিন, শেলি কনা পাল, শামিনা কাশেম পান্না, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সমর দেব নাথ, মহিলা ক্রীড়া সংস্থা সদস্য রেবেকা সুলতানা আইরিন, প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয়কারি রওশন আকতার, জেলা ক্রীড়া সংস্থা সহ সভাপতি জসিম উদ্দিন, সদস্য আলী রেজা তসলিম, উশু সংগঠক একেএম জাবেদ হোসেন ও ক্রীড়া সাংবাদিক-সংগঠক আনোয়ার হাসান চৌধুরী প্রমুখ।
প্রশিক্ষণ কার্যক্রমে কোচ ও সহকারি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কাশেম কুতুবি, ছৈয়দ হোসেন আশেক ও আনিসুর রহমান।
প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করছেন সাবরিনা সুলতানা, আনিকা জান্নাত, নুসরাত জাহান, সানজিদা বেগম, মোবাশ্বেরা বেগম, শামিমা আক্তার বৃষ্টি, হালিমা আকতার, উম্মে হাবিবা, আলিয়া জহুরা, ফাতেমা আক্তার, রুমা আক্তার, শারমিন আক্তার, শাওরিন রহমান, রহিমা আক্তার, জোবাইদা জান্নাত, রোকসানা আক্তার, আফসানা মিমি, সুফিয়া আক্তার, মিনুআরা সুলতানা মিনা, রাফিয়া সুলতানা ইফতি, তসলিমা আক্তার, তামান্না ইয়াসমিন, ইসরাত শাহীন, মুন্নি আক্তার, সুরাইয়া আক্তার, জন্নাতুল ফেরদৌস, মরিয়ম ছিদ্দিকা, তসিলমা আক্তার, জেসমিন আক্তার ও সাদিয়া প্রমুখ।
উল্লেখ্য, মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসক সহধর্মিনী সেলিনা রহমানের ঐকান্তিক প্রচেষ্টা এবং সার্বিক সহযোগিতায় চলমান প্রশিক্ষণ ক্যাম্পে বিভিন্ন স্কুলের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ১লা মে শুরু হওয়া উক্ত প্রশিক্ষণ কার্যক্রম ২২ মে সম্পন্ন হবে।
Posted ১১:৫৮ অপরাহ্ণ | শনিবার, ২০ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta