প্রেস বিজ্ঞপ্তি(১৫ জানুয়ারি) :: কক্সবাজার জেলা মহিলা ক্রীড়া সংস্থার উন্মুক্ত মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১৮ শুরু হয়েছে।
সোমবার ১৫ জানুয়ারি বিকেলে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্ধোধন করেন কক্সবাজার জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসক সহধর্মীনি সেলিনা রহমান।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা গোপা সেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থা সহ সভানেত্রী ফারজানা রহমান কলি, শামসুন নাহার, আয়েশা সিরাজ, যুগ্ন সম্পাদিকা সামিনা কাসেম, সহ সম্পাদিকা খালেদা জেসমিন, জেলা ক্রীড়া সংস্থা সহ সভাপতি জসিম উদ্দিন, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র দেবনাথ, সহকারি শিক্ষক পার্থ প্রতীম পাল, ব্যাডমিন্টন প্রশিক্ষক আজাদ হাসান ও ক্রীড়া সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, প্রতিযোগিতায় ক-গ্রুপে খেলছেন হালিমা-লালাখিন,স্নিগ্ধা, দেবলিনা, শারমিন, আসমা।
খ-গ্রুপে খেলছেন জোবাইদা-কান্তা, বৃষ্টি, জেসি, তাসলিমা, রুমা ও নুসরাত জুটি। সবমিলে এককে ১৬ জন এবং দ্বেতে ১২ জন লড়ছেন প্রতিযোগিতায়।
Posted ১২:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta