মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(২২ আগষ্ট) :: বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার ত্রি-বার্ষিক শিক্ষক প্রতিনিধি সম্মেলন ২২ আগষ্ট সকালে শহরের মডেল হাইস্কুলে অনুষ্ঠিত হয়। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া সম্মেলনের প্রধান অতিথি এবং বাংলাদেশ শিক্ষক সমিতির অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে, শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষায়, চাকুরীর নিরাপত্তা বিধানের লক্ষ্যে সকল স্তরের শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান প্রধান অতিথি। আলহাজ¦ আলী আছিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. মোস্তফা কামাল চৌধুরী মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সচিব এম. এ. ছফা চৌধুরী।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জারাইলতলি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. হোসাইনুল ইসলাম মাতবরের সঞ্চালনায় বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবী মেনে নিয়ে শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষায় এগিয়ে আসার জন্য সরকারের নিকট জোর দাবী জানিয়ে বক্তব্য রাখেন সম্মেলনের বিশেষ অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতির কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা এ. এম. এম শাহ জাহান, আলহাজ¦ জসিম উদ্দীন আহমদ, বাকশিস সহকারী মহাসচিব অধ্যক্ষ আবদুর রহমান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা সভাপতি প্রিন্সিপাল সেলিম মিয়া, কক্সবাজার মডেল হাইস্কুল প্রধান শিক্ষ কে.এম রমজান আলী, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ-সভাপতি গোলাম রহমান, যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা সচিব বাবু কমল কান্তি ভৌমিক, মহানগরী শাখার সাংস্কৃতিক সচিব এস.এম আক্কাস উদ্দীন।
শিক্ষক নেতৃবৃন্দ বলেন, আগামী দিনের দেশ ও জাতি গঠনের যোগ্য নাগরিক তৈরি করতে হলে প্রয়োজন মানসম্মত শিক্ষা। সমযোগ্যতা, সমঅভিজ্ঞতা ও সমপদে নিয়োজিত দায়িত্ব পালনকারী শিক্ষকদের মাঝে সরকারী-বেসরকারী অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা বজায় রেখে মানসম্মত শিক্ষা কোনভাবেই সম্ভব নয়।
শিক্ষক নেতৃবৃন্দ ৮ম পে-স্কেল অনুযায়ী সরকারী স্কুল-কলেজের শিক্ষকদের অনুরূপ বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদানের এবং এমপিওভূক্ত বেসরকারী শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের জন্য ৪ শতাংশ বর্ধিত চাঁদা কর্তনের গেজেট অবিলম্বে প্রত্যাহার করতে সরকারের নিকট জোর দাবী জানান।
এতে আরো বক্তব্য রাখেন ব্রজ গোপাল ঘোষ, আবছার উদ্দীন, এম.এ মনজুর, মো. জহিরুল ইসলাম, আবুল হাশেম, রফিকুল ইসলাম, খুরশীদুল জান্নাত প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে মো. মোস্তফা কামাল চৌধুরীকে সভাপতি এবং হোসাইনুল ইসলাম মাতবরকে সচিব করে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার ২৭ সদস্য বিশিষ্ট কমিটি পুনঃগঠিত হয়।
Posted ১১:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta