কক্সবাংলা রিপোর্ট(৮ জানুয়ারী) :: কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে একটি পর্যটক বাসের ধাক্কায় তিন সিএনজি যাত্রী নিহত হয়েছেন।
৮ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেকনাফের বাহারছরা শামলাপুর পুরানপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে সিএনজি চালক নুরুল আবছার (২৬) ও মৃত হাজি সিকান্দারের ছেলে ছৈয়দুল ইসলাম (৫৫)।তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
দূর্ঘটনার শিকার সিএনজি নাম্বারটি হলো কক্সবাজার থ (১১-২৪৬৪) আর ঘাতক বাসটি পদ্মা এক্সক্লুসিভ (ঢাকা মেট্রো ব-১৪-৩৫২৮) ।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে যাত্রীবাহী একটি পর্যটক বাস দ্রুত গতিতে এসে একটি সিএনজিকে চাপা দেয়।এতে সিএনজিতে থাকা চালক ও যাত্রী ঘটনাস্থলে নিহত হন।আহত হয় আরও ৪ জন। পরে হতাহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যূ হয়।
পুলিশ বাস ও হেলপারকে আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবদুল হালিম দূর্ঘটনার তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন,সকাল সাড়ে ১১টার দিকে পর্যটক বোঝাই ইনানী অভিমূখী বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৩৫২৮) মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় আসলে কক্সবাজার অভিমূখী কক্সবাজার-থ-১১-২৪৬৪ নাম্বারধারী সিএনজি টেক্সীর মুখোমূখী সংঘর্ষ লাগে।
এসময় বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছে। হতাহতদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠনো হয়েছে।
তিনি আরও জানান,বা ও সিএনজিটি জব্দ করা হয়েছে।
Posted ১২:৪১ অপরাহ্ণ | সোমবার, ০৮ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta