কক্সবাংলা রিপোর্ট(২ জুন) :: কক্সবাজার থেকে পাচারকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিখান দিঘী এলাকায় শুক্রবার দুপুরে বাসে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। যার মূল্য এক কোটি টাকা। এই ঘটনায় নারীসহ দুজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, সাতকানিয়া উপজেলার মধ্যম মাদার্শা ফকির পাড়ার সোলতান আহমদের পুত্র মো. আরিফ (২২) ও কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলা পানখালী এলাকার মো. আবছারের স্ত্রী রেহেনা আক্তার (৩০)। আরিফ চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারের একটি জুতার দোকানের কর্মচারী।
শুক্রবার বিকেলে তাৎক্ষণিক প্রেস ব্রিফিং-এ ওসি মো. শাহজাহান পিপিএম জানান, সোর্সের মাধ্যমে তিনি ইয়াবা পাচারের খবর পান। পরে এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী উক্ত এলাকায় শ্যামলী বাসে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করে। প্রেস বিফ্রিং-এ সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা উপস্থিত ছিলেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো: আরিফ ও রেহেনা আক্তার জানান, কক্সবাজার থেকে সাজু (৪৫) নামের এক নারী ৩০ হাজার টাকার বিনিময়ে ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম পৌঁছে দেয়ার উদ্দেশ্যে তাদেরকে বাসে তুলে দেয়। পরে ওই মহিলা চট্টগ্রাম শহরে তাদের কাছ থেকে ইয়াবা বুঝে নেবে বলে জানান আটককৃতরা। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
Posted ২:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta