বার্তা পরিবেশক(৭ আগস্ট) :: কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় ‘তরুণ আলো’ প্রকল্পের আওতায় কক্সবাজার পলিটেকনিক্যাল ইনিস্টিটিউটে মাদকাসক্তি ও জঙ্গিমুক্ত সমাজ গঠনে অভিভাবক সমাবেশ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় কক্সবাজার পলিটেকনিক্যাল ইনিস্টিটিউটের হল রুমে আয়োজিত সমাবেশে অধ্যক্ষ প্রকৌঃ প্রদীপ্ত খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেক এর তরুণ আলো’র প্রকল্প সমন্বয়কারী মোঃ হেলাল উদ্দিন এবং ঝিলংজা ইউনিয়ন পরিষদ এর ১০ নং ওয়ার্ডের সদস্য কুদরত উল্লাহ শিকদার।
অভিভাবক সমাবেশ ও কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, মাদক একটি মরণব্যাধি। আত্মহননের অসৎ এবং কুৎসিত একটি পথ। সাময়িকভাবে মাদক সেবনে উন্মাদনা এবং উত্তেজনা সৃষ্টি করে। এর পরিণতি কতটা নির্মম এবং ভয়াবহ তা কেবল ভুক্তভোগীরাই জানে।
তাই আমাদের প্রত্যেক পরিবারের অভিভাবকদের উচিৎ তাদের সন্তানদের সবসময় খেয়াল রাখা। কেননা অধিকাংশ ছেলে-মেয়ে একেবারে শখে কিংবা অসৎ সঙ্গ পেয়ে মাদক ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে।
তিনি ছাত্র ও যুব সমাজকে মাদক ও জঙ্গিমুক্ত এবং আইনশ্খৃংলা ঠিক রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন,পুলিশ আইনশৃংখলা নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে তরুণ সমাজ ও কিশোরদের মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Posted ৮:২৫ অপরাহ্ণ | সোমবার, ০৭ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta