সংবাদ বিজ্ঞপ্তি :: কক্সবাজার পৌরসভায় নাগরিক সেবা বন্ধ ও হয়রানী, পৌর কর্মকর্তাদের সীমাহীন দুর্ণীতির প্রতিবাদে আমরা কক্সবাজারবাসী সংগঠন বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন।
সফিনা আজিমের সভাপতিত্বে ও মোস্তফা কামাল রিফাতের সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার সোসাই সভাপতি কমরেড গিয়াসউদ্দিন, আমরা কক্সবাজারবাসীর সাধকরণ সম্পাদক নাজিম উদ্দিন,সহসভাপতি ফরিদুল আলম হেলালী, জাফর দিদার, ছায়ানীড় সভাপতি কল্লোল দে, আমরা কক্সবাজারবাসী শহর কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,সংগঠক শরিফুন্নেসা পাখী, সংগঠক আব্দুল মালেক, সংগঠক যুবনেতা আবছার উদ্দিন, সংগঠনের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম রিটন, শেখ কামাল।
সমাবেশে সংহতি প্রকাশ করেন সুশাসনের জন্য নাগরিক ( সুজন) সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সংগঠনের পৃষ্টপোষক সেলিম উদ্দিন, আতা উল্লাহ সিকদার, টমটম মালিক সমিতির সভাপতি, আব্দুল মালেক, আওলাদ হোসেন কেনেডি, নুরুল আমিন, এড,অনুপ প্রমুখ।
বক্তারা বলেন কক্সবাজার পৌরসভা যেন দুর্ণীতির আখড়া,নাগরিকরা পৌর সেবা নিতে গিয়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে,বক্তারা নাগরিক ভোগান্তি বন্ধ এবং দুর্ণীতিবাজ কর্মকর্তাদের অপসারনের দাবী জানান।
বক্তারা শহরে অবৈধ টমটম বন্ধ করে যানজট নিয়ন্ত্রনের দাবী জানান।
Posted ১:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta