বার্তা পরিবেশক(২০ মে) :: কক্সবাজার বায়তুশ শরফ জামে মসজিদের পরিচালনা কমিটির এক জরুরি ২০মে এশার নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। সভায় গত ১৯ মে জুম্মার নামাজ শেষে মসজিদের খতিব যা কাম্য নয় এমন অপ্রাসঙ্গিক বিষয়ে মোনাজাত করার ঘটনাটি নিয়ে ব্যাপক আলোকপাত হয়।
সভায় উপস্থিত হয়ে খতিব মাওলানা রিদুওয়ানুল হক উক্ত অনাকাঙ্খিত ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন এবং সকল মুসুল্লিসহ ধর্মপ্রাণ ব্যক্তিদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
এসময় তিনি ভুল স্বীকার করে বলেন-‘ জনৈক ব্যক্তি তথ্য বিভ্রাট করে আকস্মিকভাবে উক্ত বিষয়ে মোনাজাত করার জন্যে বলে। আমি আল্লাহর প্রতি একনিষ্ট হয়ে পড়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদারকি না করে প্রতিদিনের মতো সহজ-সরল মনে বিষয়টি নিয়ে প্রার্থনা করার জন্য বলি। এটা আমার মহাভুল হয়েছে।’
উক্ত সভায় এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি হয়েছে এবং খতিবসহ ৫ জনকে এ ঘটনার কারণ দর্শাতে বলা হয়েছে।
এ ঘটনার সাথে জড়িয়ে বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক নিয়ে যে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে তার জন্য তীব্র নিন্দা জ্ঞাপন হয়েছে সভায়।
সভায় উল্লেখ করা হয় মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ এম.এম. সিরাজুল ইসলাম গত ১৯ মে শুক্রবার চট্টগ্রামে অবস্থান করছিলেন এবং জুমার নামাজ আদায় করেন চট্টগ্রামের বহদ্দার হাট পানি উন্নয়ন বোর্ডের কলোনি জামে মসজিদে। তা সত্বেও কিছু মিডিয়ায় তিনি উপস্থিত ছিলেন উল্লেখ করে তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করেছেন। তা সম্পন্ন মিথ্যাচার।
এ জন্য সভায় সর্বসম্মতিক্রমে প্রতিবাদ জানানো হয়। সভায় যে সব মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা এস এম কামাল উদ্দিন,মাস্টার ফরিদ আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাস্টার ছৈয়দ আহমদ, হাজি কবির আহমদ নুরুল আলম। সভা পরিচালনা করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক।
এতে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ এম.এম. সিরাজুল ইসলাম।
তিনি বলেন-‘ এই ঘটনায় কোন ব্যক্তি দু:খ পেয়ে থাকলে আমি সবিনয়ে ক্ষমা প্রার্থনা করছি।’
Posted ১২:০৬ পূর্বাহ্ণ | রবিবার, ২১ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta