বিশেষ প্রতিবেদক(২০ মে) :: কক্সবাজার বিমানবন্দরের নির্মাণ কাজ করার সময় ৩ দিনে ৫টি বোমা উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে অবিস্ফোরিত শক্তিশালী আরও ২টি বোমা উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাতেও একই স্থানে আরো ৩টি বোমা উদ্ধার করা হয়।
বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজ করাকালীন রানওয়ের পূর্ব পার্শ্ববর্তী এলাকা থেকে উদ্ধার করা হয় এসব বোমা।
শনিবার সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মহন্ত কালের কণ্ঠকে জানান, ‘দীর্ঘকাল যাবৎ এসব বোমা অবিস্ফোরিত অবস্থায় মাটিতে পুঁতা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে নিক্ষিপ্ত হতে পারে এসব বোমা। এগুলো বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা নিষ্ক্রিয় করে।
’ প্রসঙ্গত কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজ চলাকালীন এর আগেও এরকম আরো কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছিল।
Posted ২:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ২১ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta