বিশেষ প্রতিবেদক(২৪ জুন) :: বিমানে করে কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে ১০৭ পিস ইয়াবা বড়িসহ বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিককে আটক করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ওই সাংবাদিকের নাম নজির আহমদ সীমান্ত। তিনি কক্সবাজারের টেকনাফ থেকে প্রকাশিত সীমান্ত নামের একটি পত্রিকার সম্পাদক এবং জিটিভিসহ কয়েকটি পত্রিকার টেকনাফ প্রতিনিধি।পুলিশ বলছে, তিনি গাজী টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি ও কক্সবাজার জেলা যুবলীগের দপ্তর সম্পাদক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বলেন, শনিবার সকাল ৯টার দিকে নজির আহমদ টেকনাফ থেকে কক্সবাজার বিমানবন্দরে প্রবেশ করেন। সাড়ে ৯টার দিকে নভোএয়ারের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর ব্যাগে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হলে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০৭টি ইয়াবা বড়িসহ নজির আহমদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
নজির আহমদ সংগঠনের দপ্তর সম্পাদক বলে নিশ্চিত করেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম।
প্রসঙ্গত, ২০১৫ সালের ডিসেম্বর মাসে ৪০ হাজার ইয়াবাসহ জিটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সেলিম ও তার স্ত্রী চট্টগ্রামের আটক হয়েছিল। নজির আহমদ সীমান্ত নামের আটক ওই ব্যক্তি নিজেকে জিটিভির টেকনাফ প্রতিনিধি হিসেবে পরিচয় দিলেও বর্তমানে তিনি জিটিভির প্রতিনিধি নন বলে জানান জিটিভির চট্টগ্রাম বিভাগের প্রধান অনিন্দ্য টিটু। অনিন্দ্য টিটু জানান, গত ৮ মাস আগে তাকে বাদ দেওয়া হয়েছে।
টেকনাফ থেকে কয়েকজন সাংবাদিক জানান, সীমান্ত জিটিভি, সমকাল, চট্টগ্রাম মঞ্চসহ কয়েকটি পত্রিকায় টেকনাফ প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এখন তিনি নিজের স্বঘোষিত সীমান্ত পত্রিকার সম্পাদক।
Posted ১২:১০ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta