সেলিম উদ্দিন,খুটাখালী(৩১ ডিসেম্বর) :: কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে বেপরোয়া গাড়ি চালিয়ে প্রতিদিন কোথাও না কোথাও মৃত্যুর মিছিলের ঘটনা ঘটেই চলেছে। আর এ মহাসড়কে ঢাকা থেকে আসা দুরপাল্লার শ্যামলী পরিবহণগুলোই সড়কে বেশির ভাগ দূর্ঘটনার কারণ। তাছাড়া এ মহাসড়কে দীর্ঘ পথ পরিক্রমায় চালক না পাল্টানোর কারণ চোখে ঘুম নিয়ে গাড়ি চালনা করে চালকরা। যার কারনে প্রতিদিন কোথাও না কোথাও মৃত্যুর মিছিল বানাচ্ছে চালকরা। আর কক্সবাজারবাসীকে ২০১৭ সালকে বিদায় দিতে হচ্ছে একটি মৃত্যুর মিছিলের ঘটনা দিয়ে।
জানা যায়, রবিবার (৩১ ডিসেম্বর) সকালে কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী বাজার এলাকায় শ্যামলী বাসের ধাক্কায় হাজী নুরুল ইসলাম(৫২) নামে ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ব্যবসায়ী ৪ সন্তানের জনক। সে খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়া পাড়া গ্রামের মরহুম হাজী মোজাহের আহমদের ছেলে ও নসু বলীর নাতি এবং সাংবাদিক এম শাহজাহান চৌধূরী শাহীনের বড় ভগ্নীপতি।
ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যবসায়ী নুরুল ইসলাম প্রতিদিনের মত ফজরের নামাজ পড়ে খুটাখালী বাজার থেকে মাছ ক্রয় করে বাড়ি ফিরছিলেন।
এসময় তিনি মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাওয়ার সময় দ্রুতগামী শ্যামলী চেয়ারকোচ তাকে জোরে ধাক্কা দিলে ১শ গজ দূরে গিয়ে ছিটকে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এঘটনায় ঘাতক বাসটিকে জনতার সহায়তায় ঈদগাঁও থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।
মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি রুহুল আমিন জানান, জনতার সহায়তায় বাসটি ঈদগাঁও বাস ষ্টেশন থেকে আটক করা হয়েছে। চালক হেলপার পলাতক রয়েছে। লাশের সুরতহাল রির্পোট তৈরী করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে আকস্মিক মর্মান্তিক এ মৃত্যুর সংবাদে নিহতকে শেষবারের মতো একনজর দেখতে শতশত নারী পুরুষ নিহতের বাস ভবনে জড়ো হচ্ছিল ।
Posted ১২:৪৭ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta