সংবাদ বিজ্ঞপ্তি(২৩ জুলাই) :: জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ কক্সবাজার জেলা শাখার এক আলোচনা সভা জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলের সভাপতিত্বে ২১ জুলাই বিকাল ৫টায় লালদীঘির দক্ষিণ পাড়স্থ জেলা জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মহেশখালী উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল করিম সিকদার নোমান তার বক্তব্যে মহেশখালী কক্সবাজার ফেরীঘাটে পর্যটক সহ সাধারণ যাত্রী ভোগান্তীর কথা তুলে ধরে ঝুকিপূর্ণ ফেরীঘাটের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানায়।
তার দাবীর ভিত্তিতে কক্সবাজার জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, সংশ্লিষ্ট দপ্তরের আলোচনা পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগ নেওয়ার কথা জানায় এবং কক্সবাজার জেলা জাসদের পক্ষ থেকে এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন : জেলা জাসদের সাধারণ সম্পাদক, এড. আবুল কালাম আজাদ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ হোসেন মাসু, সহ-সাধারণ সম্পাদক এড. রফিক উদ্দীন চৌধুরী, এড. আব্দু শুক্কুর, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাহাদুর, মহেশখালী উপজেলা জাসদের আহ্বায়ক আশরাফুল করিম সিকদার নোমান, যুব জোট সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ হিমু, জেলা জাসদের নেতা, আবু তৈয়ব, জেলা শ্রমিক জোটের আহ্বায়ক আব্দুল জব্বার, যুগ্ম আহবায়ক প্রদীপ দাশ, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কক্সবাজার জেলার আহবায়ক আব্দুর রহমান, ছাত্র নেতা কাইছার হামিদ প্রমুখ।
Posted ৬:৩২ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta