কক্সবাংলা রিপোর্ট :: বিশ্বের সর্ববৃহৎ কক্সবাজার শরণার্থী শিবির পরিদর্শন করেছেন ইউএনএইচসিআর এর শুভেচ্ছা দূত (গুডউইল অ্যাম্বাসেডর) সংগীত ও অভিনয় শিল্পী তাহসান রহমান খান।
১৬ জানুয়ারী বৃহস্পতিবার ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত উখিয়ার ক্যাম্প-১ ডব্লিওতে- অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন এবং পুনর্নির্মাণের বিষয়ে আলোচনা করেন।
সেখানে তাদের আশ্রয়স্থলে থাকা একটি পরিবারের সাথে দেখা করে আশ্রয়কেন্দ্র এবং বসতি- মাঠ ও স্থান ব্যবস্থাপনা, আশ্রয় ও বসতি স্থাপন সম্পর্কে বিভিন্ন আলোচনা করে।
পরবর্তী রোহিঙ্গা জনসাধারণের তথ্য ক্যামেরার ভিডিও দেখেন।
এদিকে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের একাধিক স্থিরচিত্র তাহসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে এসব স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে তাহসান লিখেছেন, ‘গতকাল(বৃহস্পতিবার) আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছি, যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত আশ্রয়শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে।
মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত।
জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধারকাজের গল্প শুনে ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছি।
মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে তাদের জীবনের পথচলা শুরু করেছে, এতে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থা।
শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছে, তাদের ধৈর্য ও সহনশীলতা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে আমাকে সব সময় অনুপ্রাণিত করে।’
উল্লেখ্য বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরুর খবর দেন জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান। বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে।
খবরটি নিয়ে বেশ চর্চাও হয়। বিয়ের পরই হানিমুনে উড়ে যান মালদ্বীপে।
আর সেখান থেকে ফিরেই কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে যান ‘আলো’খ্যাত এই গায়ক।
Posted ১০:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta