দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরনার্থী শিবিরে এপিবিএন এর সদস্যরা একটি বাথরুম থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৭৫ ব্লকে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া মরদেহগুলো- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের একই এলাকার মৃত রশিদ আহম্মদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) এবং তার মেয়ে সুবাইদা বিবি (১৮) এর।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মো. সিরাজ আমিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরে উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত রশিদ আহম্মদের ছেলে নুরুল হক ও রবিউল আলম ফজরের নামাজ আদায়ে ঘুম থেকে জেগে উঠেন।
এ সময় তারা পাশে মা ও বোনের কক্ষে বাল্ব জ্বালানো অবস্থায় দেখতে পায়। পরে ওই কক্ষে উঁকি দিয়ে তাদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন।
একপর্যায়ে শেডের পাশে একটি বাথরুম ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পেয়ে তাদের সন্দেহ জাগে।
পরে পাশের আরেকটি বাথরুম থেকে উঁকি দিয়ে মা ও বোনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।
এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বাথরুমটির দরজা খুলে মা ও বোনের মরদেহ উদ্ধার করে।
এপিবিএন পুলিশ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।
তার আগেই স্থানীয়রা মা-মেয়ের মরদেহ বাথরুমের ভেতর থেকে শেডের পাশে নিয়ে আসে।
পরে উখিয়া থানা পুলিশকে খবর দিলে সুরতহাল রিপোর্ট তৈরি করে।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড তা জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানান তিনি।
Posted ৮:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta