কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে রোহিঙ্গা জনগোষ্ঠীর ১ লাখ মানুষের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
প্রধান উপদেষ্টার উদ্যোগে শুক্রবার (১৪ মার্চ) এই ইফতার পার্টির আয়োজন করা হয়।
এর আগে, দুপুরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যান আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি রোহিঙ্গা শিক্ষার্থীদের কথা শোনেন, বলেন এবং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরে বিকেলে ড. মুহাম্মদ ইউনূসও রোহিঙ্গা ক্যাম্পে যান এবং ইফতারে যোগ দেন।
ইফতার শেষে তারা শরণার্থী ক্যাম্প ত্যাগ করেন এবং ঢাকার উদ্দেশে রওনা দেন।
Posted ৯:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta