কক্সবাংলা রিপোর্ট(২৭ ডিসেম্বর) :: কক্সবাজার সদর মডেল থানা পুলিশ আবারও অভিযান চালিয়ে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ছিনতাইকারী চক্রের চিহ্নিত আরও ১০ সদস্য সহ ১৩ জন আসামীকে আটক করেছে।
২৭ ডিসেম্বর বুধবার ভোর রাত ৪টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এ অভিযান চালায়। এসময় ছিনতাইকারী চক্রের সদস্যদের কাছ থেকে ৬টি ছোরা,৫টি মুখোশ ও ৪টি লোহার রড উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, ২৭ ডিসেম্বর ভোর রাত পৌণে ৪ টার সময় অস্ত্র-শস্ত্র নিয়ে একদল ডাকাত শহরে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের কলাতলী বাইপাস সড়কস্থ কাটাঁ পাহাড় এলাকায় অভিযান চালিয়ে ৬টি ছোরা,৫টি মুখোশ ও ৪টি লোহার রড সহ ছিনতাইকারী চক্রের ১০ সদস্য সহ ১৩ জন আসামীকে গ্রেফতার করে।
আটককৃতরা হলো-টেকপাড়া মৃত সিরাজুল ইসলাম এর ছেলে আঙ্গুর (৩৩), নতুন বাহারছড়া এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ হানিফ (৩৮), ঝিলংজা মুহুরী পাড়া এলাকার মৃত আমান উল্লাহ এর ছেলে তারেক হাসান (২৮), পশ্চিম বাহারছড়া এলাকার মোঃ আলী এর ছেলে মোঃ হামিদ (৩০), মহেশখালী চরপাড়া এলাকার মৃত ইসহাক এর ছেলে মোঃ মোস্তাক (৪০), মধ্যম টেকপাড়ার মোঃ হানিফ এর ছেলে শামীম হায়দার রুবেল (২২), মোহাজের পাড়ার মোঃ ইউসুফ এর ছেলে মোঃ সাইফুল ইসলাম @বাবু, @কাউয়া বাবু (১৯), পৌরসভার কালুর দোকান এলাকার শুবধন বড়–য়ার ছেলে রিপন বড়–য়া (২৬), পূর্ব পাহাড়তলী এলাকার মোঃ ইউনুছ এর ছেলে রিয়াদুল ইসলাম (১৮) এবং আক্তারুজ্জামান এর ছেলে মোঃ ইমরান (১৮)। এছাড়া পৃথক অভিযানে বাহারছড়ার খায়রুল আমিনের ছেলে মোঃ ফয়সাল (৩০), ঝিলংজা পূর্ব খরুলিয়ার মৃত বশির আহমেদ এর ছেল নাজির উদ্দিন (৩৫), দক্ষিন বাহারছড়ার মোঃ আলী এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৯) কে গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে এসময় ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, ইন্সপেক্টর মাইন উদ্দিন (অপারেশন) এসআই মোঃ খালেদ, এসআই সনজিত চন্দ্র নাথ, এসআই দীপক কুমার সিংহ, এএসআই আনোয়ার, এএসআই আবু সৈয়দ ও সঙ্গীয় অফিসাররা উপস্থিত ছিলেন।
এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান, ধৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, কক্সবাজার শহর ও শহরতলীর পর্যটক সহ সকল নাগরিকের নিরাপত্তা বিধানে পুলিশের বিভিন্ন টিমের এই অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য যে,২৬ ডিসেম্বর মঙ্গলবারও ১১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
এরা হলো-ঝিলংজা ইউনিয়নের, পশ্চিম লারপাড়া এলাকার মীর কাশেমের ছেলে মোঃ রুবেল (২০), পশ্চিম গোমাতলী এলাকার মৃত শহর মল্লুক এর ছেলে মোঃ কাছিম (৩৫), বাদশার ঘোনার এলাকার আইয়ুব আলীর ছেলে মোঃ শাহিন (২০), বৈল্যাপাড়া এলাকার মৃত আবু বক্কর এর ছেলে আবু তাহের (২৮),নুর পাড়া এন্ডারসন রোড এলাকার মৃত আমির হোসেন এর ছেলে রাফসান হোসেন প্রঃ মিন্টু (৩১), মোহাজের পাড়া এলাকার নুর মোহাম্মদ এর ছেলে তুষার আহম্মদ মাওন(২৩) এবং আব্দুল কাদের এর ছেলে ফজলে করিম (২৭), দক্ষিন বাহারছড়া এলাকার মৃত ফরিদ এর ছেলে নুরুল আবছার (২০), ঝিলংজা পশ্চিম গোমাতলীর নুরুল আজিম প্রঃ হাসান আলীর ছেলে মোবারক আলী (২০), দক্ষিন রুমালিয়ারছড়া বাচা মিয়ার ঘোনা এলাকার নুরুল আলমের ছেলে রায়হান (২০), এবং মৃত আলী আকবর এর ছেলে আলাউদ্দিন (২০)।
এছাড়া কুখ্যাত মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্য নবাব শরীফ ও বাদশাকে পুলিশ আটক করে। পৃথক অভিযানে সাজা প্রাপ্ত নুরুল আমীনকে খুরুশকুল মেহেদী পাড়া থেকে গ্রেফতার করা হয়।
Posted ৫:১১ অপরাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta