সংবাদ বিজ্ঞপ্তি(১৫ আগষ্ট) :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে কক্সবাজার শহরের সামাজিক এবং ক্রীড়ামূলক সংগঠন একতা ছাত্র পরিষদ।
এ উপলক্ষে ১৫ আগষ্ট সকাল ৮টায় শহরের কালুর দোকান এলাকা থেকে সংগঠনের উপদেষ্টা মাহমুদ বিন আবদুর রহমান ও উপদেষ্টা ওয়াসিম মাহমদু অভির নেতৃত্বে বিশাল শোক র্যালী বের করা হয়।
র্যালীটি প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে ফজল মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সভাপতি ইয়াছিন আরফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামানের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, মুজিব মানে বাংলাদেশ। জাতির ইতিহাসের শ্রেষ্ঠ পুরুষ বঙ্গবন্ধুর অমর কীর্তি এই স্বাধীন বাংলাদেশ। বর্তমান সময়ে আমরা তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গঠনে এগিয়ে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন মিরাজ মাহমুদ চৌধুরী, মোঃ ইমরান, নওশাদ করিম, তামিমুল হক মুশফিক, মোঃ খালেদ, আবরার চৌধুরী মাহির, খাইরুল আমিন তুহিন, ঐশিক আলবাব, নওফেল ফরিদ বাবু, কায়সার, রোহান আহমেদ, ফয়েজ, নাহিয়ান, রাকিব, রিয়াজ, বোরহান প্রমুখ।
Posted ১২:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta