এম.এ আজিজ রাসেল(২১ ডিসেম্বর) :: কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের কলাতলি এলাকায় বাতিলকৃত প্লট থেকে ৩টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করেছে।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সদর ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মো: নাজিম উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বাস কাউন্টার করার দায়ে শ্যামলী, ঈগল ও হানিফসহ সেন্টমার্টিন ট্যুরিজম নামের অফিস গুড়িয়ে দেয়া হয়। এসময় জব্দ করা হয় তাদের মালামাল।
জানা যায়, বাতিলকৃত প্লটটি বিএনপি নেতা কারান্তরিন আবদুল্লাহ আল মামুনের বলে জানা গেছে। বাতিল করার পরেও প্লটটি সেই অবৈধভাবে দখলে রেখেছে। স্থানীয় হেলাল উদ্দিন চৌধুরী নামে এক ব্যক্তি অবৈধ প্লটটি দেখাশুনা করে আসছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো: নাজিম উদ্দিন বলেন, উচ্ছেদকৃত কাউন্টারের জায়গাটি খাস। সরকারী জায়গায় অবৈধ কাউন্টার করার অভিযোগে উচ্ছেদ করা হয়। অভিযান অব্যাহত থাকবে।
Posted ৮:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta