কক্সবাংলা রিপোর্ট(৬ জুন) :: কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার ভাসাইন্নাপাড়ায় দুই প্রতিবেশী পরিবারের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছে এক মাদ্রাসা ছাত্র।
৬ জুন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কুতুবদিয়াপাড়ার ভাসাইন্নাপাড়া দোকানের সামনে এই ঘটনা ঘটে।এসময় একই পরিবারের আরও ৪ জন আহত হয়েছে।এ ঘটনায় জড়িত সন্দেহে মো: আজিজ নামে একজনকে আটক করা হয়েছে।
নিহতের নাম মো: মেজবাহউদ্দিন(১৭)। সে এলাকার আবুল কাশেম ভাসাইন্নার ছোট পুত্র এবং কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র ছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়,মঙ্গলবার ভাসাইন্নাপাড়ার ভাসাইন্না পরিবারের সাথে প্রতিবেশী নুরুল আমিন পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে কথা কাটাকাটি।এ ঘটনার জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নুরুল আমিনের নেতৃত্বে ১০/১২ জনের সন্ত্রাসী ভাসাইন্নার দোকানে অস্ত্র ও ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায়।
এসময় সন্ত্রাসীরা আবুল কাশেম ভাসাইন্না,তার স্ত্রী জাহানারা বেগম, কন্যা মিশু আক্তার,বড় ছেলে মার্শাল ও মেজবাহউদ্দিনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় মেজবাহউদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা: চিন্ময় বড়–য়া তাকে মৃত বলে ঘোষণা করেন।তিনি জানান, মেজবাহউদ্দিনকে হাসপাতালে আনার আগেই মারা যায়।তাকে পেটের বাম পাশে ছুরিকাঘাত করা হয়।আহত অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত বড়–য়া জানান,এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে মো: আজিজ নামে একজনকে আটক করা হয়েছে।সন্ত্রসী নুরুল আমিন সহ অন্যান্যদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
Posted ১১:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta