কক্সবাংলা রিপোর্ট :: কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউতে স্থবির ছিলো পুরো কক্সবাজার। ঘুরেনি গাড়ির চাকা, খুলেনি দোকানপাট। বন্ধ ছিলো অফিস-আদালতসহ সব কিছু।
বিভিন্ন জায়গায় সংঘাত-সহিংসতা ও প্রাণহানির খবরে আতঙ্কিত ছিলো পর্যটন শহর কক্সবাজারও। আটকে পড়েছিল প্রায় ১৫ হাজার পর্যটক। থমকে ছিলো জীবনযাত্রা।
তবে টানা ছয়দিন পর ছন্দে ফিরছে পর্যটন শহর কক্সবাজারে। আটকে পড়া পর্যটকরাও ফিরে গেছেন নিজ নিজ গন্তব্যে।
কয়েকদিনের আতঙ্ক আর অস্বস্তি কাটিয়ে বৃহস্পতিবার (২৫ জুলাই) দ্বিতীয় কর্মদিবস ছিলো প্রায় স্বাভাবিক। দ্বিতীয় দিনে অন্যদিনের তুলনায় বিপুল সংখ্যক যানবাহন চলাচল করতে শুরু করেছে কক্সবাজারে।
শহরের দোকানপাট খুলতে শুরু করেছে।সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় মানুষ স্বাচ্ছন্দে চলাফেরা করতে পেরেছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, কক্সবাজারের মানুষের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
জানা গেছে, গত বুধবার কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জায়গার দূরপাল্লার বাস ছেড়ে যায়। আজও বৃহস্পতিবার (২৫ জুলাই) ছেড়ে গিয়েছে দূরপাল্লার বাস।
জেলা দুরপাল্লার বাস পরিবহনের নেতা শামীম জানান, সংকট চলাকালীন নিরাপত্তার স্বার্থে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। এখন অনেকটা স্বাভাবিকভাবে গাড়ি চলছে। তবে পর্যটক না থাকায় যাত্রী সংকট রয়েছে।
এদিকে বড় বাজারের ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, কারফিউ শিথিল থাকার কারণে দোকানপাট খোলা রাখলেও তেমন একটা বেচাকেনা হচ্ছে না। মানুষের মনে শঙ্কা কাটলে আবারও মার্কেটগুলো জমে উঠবে।
Posted ২:০৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta