আবদুর রাজ্জাক(৩০ ডিসেম্বর) :: কক্সবাজার শহরের দক্ষিণ লার পাড়ায় প্রাইমারী স্কুলের বই আনতে গিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন ঝিলংজা সদর উপজেলা দক্ষিন ডিককুল এলাকার মাতবর মো: জাফর আলমের পুত্র দক্ষিন ডিককুল শিশু শিক্ষা নিকেতন ও দক্ষিন ডিককুল আবদুল লতিফ জামে মসজিদের সভাপতি সাবেক সেনা সদস্য মো: আবদুছালাম(৩৫)। এই ঘটনায় একই এলাকার দুলা মিয়ার পুত্র ইলিয়াছ(২৪) আহত হয়।
ঘটনাটি ঘটেছে ৩০ ডিসেম্বর শনিবার দুপুরে কক্সবাজার শহরের দক্ষিণ লার পাড়া সরকারী প্রাইমারী স্কুলের সামনে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিবরণ ও আহত আবদুছালাম জানান, ৩০ ডিসেম্বর শনিবার দুপুরে ঝিলংজা সদর উপজেলার দক্ষিন ডিককুল শিশু শিক্ষা নিকেতন স্কুলের সরকারী ভাবে বরাদ্ধকৃত প্রাইমারী বইয়ের জন্য শহরের দক্ষিণ লার পাড়া প্রাইমারী স্কুলে গেলে সেখানে লার পাড়ার চিহ্নিত ইয়াবা গড ফাদার সাইফুল ও আবদুছত্তারের নেতৃর্ত্ব একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে অস্ত্রের মুথে জিম্মী করে লারপাড়া পাহাড়ে নিয়ে গিয়ে গাছের সাথে বেধেঁ লোহার রড় ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর ও আঘাত করলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুঠিয়ে পড়ে।
পরে এলাবাসি খবর পেয়ে দক্ষিণ লারপাড়া পাহাড় থেকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় সাবেক সেনা সদস্য মো: আবদুছালামকে উদ্ধার করে প্রথমে সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিয়ে আসলে উপজেলা নির্বাহী অফিসার মো: নোমান হোসেন প্রিন্স তাকে চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিলে এলাকাবাসী তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে আহত আবদুছালাম সদর হাসপাতালের ৫ম তলায় চিকিৎসাধীন আসে।
এদিকে আহত সেনা সদস্য আবদুছালামকে দেখতে হাসপাতালে ছুটে যান কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল বশর ও সাধারণ সম্পাদক বাবু উজ্জল কর। তারা আহত সেনা সদস্যের চিকিৎসার খোজখবর নেন এবং এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান।
কক্সবাজার সদর মড়েল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ঘটনার সংবাদ পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তবে আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।
এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পারিবারিক সূত্রে জানা যায়।
Posted ৭:৪৬ অপরাহ্ণ | শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta