বিশেষ প্রতিবেদক(১০ আগস্ট) :: কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে মাছ ধরার টুলার থেকে অস্ত্র, গুলি ও কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমারের এক রোহিঙ্গাকে আটক করেছে ডিবি পুলিশ।
১০ আগস্ট বৃহস্পতিবার দুপুর দেড়টায় টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।
এসময় কক্সবাজার শহরের সমিতি পাড়ার বাঁচা মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুল্লহেকে (৫৫) আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে কক্সবাজার শহরের সমিতি পাড়ায় বসবাস করে আসছিল।আর জব্দ করা ট্রলার মালিক ছৈয়দ কাছিম কক্সবাজার সদরের লিংকরোড এলাকার মুহুরী পাড়ার বাসিন্দা।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মনিরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে সাগর পথে এফবি মা-বাবার দোয়া নামের একটি ফিশিং ট্রলারে ইয়াবার একটি চালান আসার খবরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় বাঁকখালী নদীর ফিশারিঘাট এলাকায় সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কৌশলে নজরদারিতে রাখা হয়।
একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজনের মধ্যে তিনজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয়।
পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে মাছ রাখার কোল্ড স্টোরেজ থেকে অস্ত্র, গুলি ও চারটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে পাওয়া যায় এক কোটি ৫ লাখ টাকা মূল্যের সাড়ে ৩৫ হাজার পিস ইয়াবা। এ সময় উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় তৈরী বন্দুক, ৮ রাউন্ড গুলি।
তিনি বলেন, আটক ব্যক্তি জানিয়েছে পালিয়ে যাওয়া আব্দুল মজিদ, লোকমান হাকিম ও করিম উল্লাহ কক্সবাজার শহরের সমিতি পাড়ায় ভাড়া বাসায় থাকেন। এরা তিনজনই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।
গ্রেপ্তার আব্দুল্লাহকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে তিনটি মামলা হয়েছে বলে জানান ওসি মনিরুল।
Posted ৫:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta