কক্সবাংলা রিপোর্ট(১৭ আগস্ট) :: কক্সবাজার সদর মডেল থানার পুলিশের অভিযানে চিহ্নিত ডাকাত,সন্ত্রাসী ও ছিনতাইকারী বাহাদুর প্রকাশ লাল বাহাদুর (৩৫)’কে ১টি দেশীয় তৈরী এলজি ও ৩ রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করেছে। ১৭ আগস্ট বৃহস্পতিবার ভোর রাতে উত্তরন আবাসিক এলাকার পাহাড় থেকে তাকে আটক করা হয়।
আটক লাল বাহাদুর ডাকাত কক্সবাজার পিএমখালী ইউপিস্থ ছয় ভাইয়ের পাড়া, তোতকখালী এলাকার মৃত ইসমাইল এর পুত্র।
এ ব্যাপারে কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান, এসআই আবুল কালাম এসআই নাজির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় মোবাইল ডিউটি করাকালে সদর থানাধীন উত্তরন আবাসিক এলাকার পূর্ব পার্শ্বের ভেন্ডার পাহাড়ের ঝোপ থেকে বৃহস্পতিবার ভোর রাত্রে চিহ্নিত সন্ত্রাসী বাহাদুর প্রকাশ লাল বাহাদুর ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকালে তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সচল এলজি ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এই সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।
ওসি রনজিত কুমার বড়–য়া জানান, বাহাদুর প্রকাশ লাল বাহাদুর ডাকাতের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা নং-১। ৫১(১)১৬, ২। ৭(৮)১৩, ৩। ৭১(৭)১৩, ৪। ৭২(৭)১৩, ৫। ০৬(০৬)১৩, ৬। ২৯(২)১৬, ৭। ২৮(২)১৬, ৮। ৬০(১)১৬, ৯। ৬১(১)১৬, ১০। ৩৪(১০)০৯ আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি আরও জানান,শীর্ষ সন্ত্রাসী বাহাদুর ডাকাতকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে প্রতিবেদন সহ আদালতে প্রেরন করা হয়েছে।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta