বিশেষ প্রতিবেদক(৮ জুলাই) :: কক্সবাজার পৌর ১নং ওয়ার্ডের সমিতিপাড়া উপকূলীয় বহুমুুুখী সমবায় সমিতি লিঃ এর ঘোষিত ১১ জুলাই এর নির্বাচন নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিত বিরাজ করায় আতঙ্কিত এলাকাবাসী। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্র্ষসহ আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সচেতন এলাকাবাসি জানিয়েছেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, উক্ত সমিতিতে বর্তমান সদস্য সংখ্যা ১৪১৯ জন এবং বিগত ২০১৪ সালের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ভোটাধিকার পাওয়া সদস্য ছিল ১২৯৭ জন।
এদিকে, সদ্য বিদায়ী কমিটি নিয়মতান্ত্রিকভাবে বিগত ১৩ মার্চ বর্তমান অন্তবর্তীকালীন কমিটিকে দায়িত্ব হস্তান্তরকালীন সকল রেকর্ডপত্র বুঝিয়ে দিলেও উদ্দেশ্যমূলকভাবে ২০১৪-২০১৫ ও ২০১৫-২০১৬ এর নিরীক্ষাকালীন রেকর্ডভূক্ত ১৩২৭ জন সদস্য উল্লেখ থাকলেও বর্তমান অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি পুরাতন ১৭০ জন সদস্য সহ ২৯২ সদস্যকে বাদ দিয়ে ২০১৩-২০১৪ সালের নিরীক্ষাকালীন সদস্য ১১২৭ জনকে ভোটার করে প্রহসন ও একতরফা নির্বাচন করার অপচেষ্টায় এই উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এদিকে ২৯২ জন বঞ্চিত সদস্যদের ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার লক্ষে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, কক্সবাজার সদর আদালতে বিগত ২০১৩ সালে গঠিত সাবেক আহবায়ক কমিটির সদস্য (বর্তমান ভোটার তালিকায় বাদ পড়া) মোঃ মহসিন সহ কয়েখজন সদস্য বাদী হয়ে একটি মামলা (যার নং- অপর ১৩৬/১৭) দায়ের করেন বলে জানা যায়।
সরজমিনে সমিতিপাড়ায় গিয়ে এ প্রতিবেদকের সাথে আলাপকালে এলাকার প্রবীণ মুরুব্বি ও আওয়ামী লীগ নেতা আবুল হোসেন সর্দার, উক্ত সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাবেক সহ-সভাপতি মোসলেহ উদ্দিন, সাবেক সদস্য আবদুল জলিল জুলু, ব্যবসায়ি মো. রফিক,মোঃ শাহ আলম, মোঃ এরফান সহ অনেকেই জানিয়েছেন, সমিতির রেজিষ্ট্রারভূক্ত ২৯২ জন সদস্য বাদ দিয়ে নির্বাচনের অপচেষ্টা নি:সন্দেহে এলাকার জন্য বিপদজনক ও সংঘাতময় পরিস্থিতি সৃষ্টিসহ আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে। বর্তমানে এলাকায় বিরাজমান থমথমে পরিস্থিতিই হচ্ছে এর বহি:প্রকাশ।
এ ব্যাপারে আলাপকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসআই এম আকতার কামাল আজাদ বলেন, যেখানে উক্ত সমিতির ২০১৪ সালের নির্বাচনে ১২৯৭ জন সদস্য ভোটাধিকার পেয়েছিলেন, সেখানে বর্তমান অন্তবর্তীকালীন কমিটি কর্তৃক ১১২৭ জন সদস্যকে ভোটার লিস্টে অন্তর্ভূক্ত করে অন্যান্য সদস্যদের অহেতুক বাদ দেয়া সমিচিন হয়নি বিধায় উক্ত নির্বাচন নিয়ে যেমন প্রার্থী ও সাধারণ সদস্যদের কোন আগ্রহ নেই, তেমনি সাধারণ মানুষ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
এ ব্যাপারে পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিক উল্লাহ কোম্পানি জানান, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সমিতির সভ্য রেজিষ্ট্রারভূক্ত সদস্যদের ভোটাধিকার হরণ করা সঠিক হয়নি। প্রায় ৩০০ সদস্য বাদ দিয়ে সমিতির নির্বাচন করা খুবই ঝুঁকিপূর্ণ বলেও তিনি মনে করেন।
সমিতির অন্তবর্তীকালীন সদস্য সচিব মোঃ আলী ছিদ্দিকী জানান, সাবেক কমিটি থেকে রেকর্ডপত্র গ্রহণকালে প্রাপ্ত ২০১৩-২০১৪ সালের নিরীক্ষা প্রতিবেদনে উল্লিখিত সদস্য সংখ্যা ১১২৭ জন থাকায় এবং অন্য অডিট না পাওয়ায় সভ্য রেজিষ্ট্রারে ১৪১৯ জন সদস্যদের নাম থাকলেও তা গ্রহণ করা হয়নি।
সমিতির সাবেক সম্পাদক মোঃ শফিউল আলম বলেন, বিগত ১৩ মার্চ বর্তমান অন্তবর্তীকালীন কমিটিকে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে লিখিতভাবে দায়িত্ব হস্তান্তরকালে ২০১৩-২০১৪, ২০১৪-২০১৫ এবং ২০১৫-২০১৬ইং এর তিনটি অডিট সহ সকল রেকর্ডপত্র ও হিসাব-নিকাশ বুঝিয়ে নিয়ে অন্তবর্তীকালীন কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন প্রাপ্তি স্বীকারপত্রে স্বাক্ষর করেন, যার অনুলিপি জেলা সমবায় কার্যালয়ে বিগত ২১ মার্চ প্রদান করা হয়।
অডিট রিপোর্ট না পাওয়ার মিথ্যা অজুহাতে ২০১৪ সালে ভোটাধিকার প্রয়োগ করা ১৭০ জন সদস্য সহ বাদ পড়া সদস্যদের অভিযোগ অগ্রাহ্য করে সভ্য রেজিষ্ট্রারে ১৪১৯ জন তালিকাভূক্ত সদস্য হতে ২৯২ জন সদস্যদের ভোটাধিকার খর্ব করে উদ্দেশ্যমূলকভাবে তড়িঘড়ি করে প্রহসনের নির্বাচন নি:সন্দেহে ষড়যন্ত্র যা একটি প্রতিষ্ঠিত সমিতির সদস্যদের মাঝে কলহ সৃষ্টির অপচেষ্টা বলে তিনি দাবী করেন।
এমতাবস্থায়, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সমিতি ও সাধারণ সদস্যদের স্বার্থে তালিকাভূক্ত সকল সদস্যদের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আজ গণদাবিতে পরিণত হয়েছে।
একটি সূত্র সমিতির বর্তমান আহবায়ক মো: গিয়াস উদ্দিন গাড়ীর মাঠের স্থায়ী বাসিন্দা। তিনি গাড়ীর মাঠে স্থায়ীভাবে বসবাস করেন। সমিতির অডিটে তার ঠিকানা লেখা হয়েছে ১নং ওয়ার্ড সমিতি পাড়া। যা সঠিক নয়।
এলাকাবাসী জানান অনৈতিক কাজের সিন্ডিকেট গড়ে তোলার জন্য হত্যা মামলার আসামী এলাকায় অসামাজিক কাজে লিপ্ত নাজুসহ কয়েকজনের সঙ্গে যোগসাজসে সে এই কর্মকান্ডে লিপ্ত হয়েছে।
এ ব্যাপারে একজন ভুক্তভোগী জানান, সমিতির টাকা আত্মসাৎসহ কয়েকটি অভিযোগে দুর্নীতি দমন আইনে বর্তমান অন্তবর্তীকালীন সদস্যদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Posted ১০:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta