কক্সবাংলা রিপোর্ট(৩ জুলাই) :: কক্সবাজারে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। গত ২৫ জুন রথযাত্রা উৎসব শুরু হয়।সোমবার উল্টো রথযাত্রা উপলক্ষে কক্সবাজার শহরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার বিকাল ৩ টায় রথযাত্রা উৎসবের মহতি ধর্মসভা এবং উল্টো রথযাত্রা উৎসবে যোগ দিতে শত শত নারী-পুরুষ সমবেত হয়।একইভাবে খুরুশকুলের স্থানীয় শ্রী শ্রী রাসবিহারী মন্দির প্রাঙ্গণে উয্যাপিত হয় উল্টো রথযাত্রা অনুষ্ঠান।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উক্ত ধর্মীয় আলোচনা সভার উদ্বোধন করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ। শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ শ্রীমান রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারীর গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়া ধর্মীয় আলোচনা সভা। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।
এতে বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (ডিএসবি) মোঃ হুমায়ুন কবির, সহকারি পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়া, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর রাজ বিহারী দাশ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ, সদর পুজা কমিটির সভাপতি দীপক দাশ।
ধর্মীয় আলোচনা সভার পর নারকেল আরতি ও বেলুন উড়ানোর মাধ্যমে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার শুভ উদ্বোধন করা হয়।
Posted ১২:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta