বিশেষ প্রতিবেদক(২০ অাগস্ট) :: কক্সবাজার শহরে অবৈধ ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) চলাচল বন্ধে ব্যাপক অভিযান শুরু হয়েছে।
২০ আগস্ট রোববার এক দিনেই অবৈধভাবে ৭১টি লাইসেন্সবিহীন টমটম জব্দ করার পাশাপাশি টমটম তৈরী করা ছয়টি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো, শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার শক্তি মোটরস, আল্লাহ’র দান মোটরস, সেতু মটরস, কক্সবাজার মটরস, নায়েম মোটরস ও সমতা অটোমোবাইলস।
অভিযোগ রয়েছে এ প্রতিষ্ঠানগুলো বহুদিন ধরে অবৈধভাবে পার্টস জুড়ে দিয়ে টমটম তৈরী করে বিক্রি করে আসছিল। ইজিবাইক তৈরীর ক্ষেত্রে অনুমোদন বা লাইসেন্সের দরকার হলেও এ প্রতিষ্ঠানগুলোর তা নেই। এদিকে জব্দ করা লাইসেন্সবিহীন টমটমগুলো কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে রাখা হয়েছে।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম (জয়) বলেন,কক্সবাজারে অবৈধভাবে এই ধরনের গাড়ি তৈরীর কাজে নিয়োজিত আরও যেসব প্রতিষ্ঠান রয়েছে; সেগুলোকে আমরা ইতোমধ্যেই চিহ্নিত করেছি। পর্যায়ক্রমে সবগুলো প্রতিষ্ঠানই সিলগালা করে দেওয়া হবে।এ অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি ।
Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta