দীপন বিশ্বাস :: কক্সবাজার শহরের লাগোয়া খুরুশ্কুল ব্রীজের পাশের নালা থেকে উদ্ধার করা হয়েছে আবুল কালাম (৪০) নামের এক ইজিবাইক চালকের মরদেহ।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে পথচারীরা এই মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে স্হানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
মৃত আবুল কালাম কক্সবাজার সদর উপজেলার খুরুশ্কুল ইউনিয়নের ফকির পাড়ার বাসিন্দা। তিনি কক্সবাজারে শহর ও খুরুশ্কুলে ভাড়া করা ইজিবাইক চালাতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল সোহেল জানান, সকালে হাঁটার জন্য বের হলে খুরুশ্কুল বেইলি ব্রীজের উত্তর পাশের সড়কের পশ্চিম পাশের নালায় মৃতদেহটি দেখা যায়।
চিনতে পেরে তার বাড়িতে খবর জানায়।
স্বজনেরা জানিয়েছেন, ইজিবাইক চালিয়ে প্রায়ই রাত ১০টার মধ্যে বাড়িতে চলে যান আবুল কালাম। কিন্তু গতকাল মঙ্গলবার ফিরেনি।
গভীর রাত পর্যন্ত না ফিরলে চিন্তিত হয়ে পড়ে স্বজনেরা। রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ওসিও ঘটনাস্থলে যান। হত্যা সম্পর্কে কোনো ক্লু পাওয়া যায়নি৷ আলামত সংগ্রহের জন্য সিআইডি দলকেও সঙ্গে রাখা হয়।
Posted ৬:১২ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta