বিশেষ প্রতিবেদক(৫ আগস্ট) :: কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়া নিবাসী সাবেক কৃতি ফুটবলার জনাব ছুরত আলমের ২য় পুত্র আনিছুল আলম মুন্না শনিবার দিবাগত রাত আড়াইটায় প্রধান সড়কের খুরুস্কুল রাস্তার মাথা এলাকায় মটর সাইকেল দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন ( ইন্নালিল্লাহি —- রাজেউন)। মৃত্যূকালে তার বয়স হয়েছিল প্রায় ৩৪ বৎসর।
নিহত মুন্না বঙ্গবন্ধু’ র ঘনিষ্ট সহচর খরুলিয়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম জমাদার ফজল করিমের নাতী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিনের ভাগিনা ও লাইটহাউস কেজি স্কুলের প্রধান শিক্ষিকা, বিশিষ্ট নারীনেত্রী রেবেকা সুলতানা আইরিনের ছোট ভাই।
আজ ৬ আগষ্ট রোববার জুহুরের নামাজের পর টেকপাড়া জামে মসজিদ মাঠে মুন্নার নামাজে জানাজা অনুষ্টিত হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ জুন কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের ডুলাহাজারা মাজার গেইট নামক স্হানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত মুন্নার ছোট বোন, ফুফা, ফুফুসহ এই পরিবারের ৭ সদস্য নিহত হয়েছিল।
Posted ৯:২০ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta