শাহিদ মোস্তফা শাহিদ,সদর(৩০ ডিসেম্বর) :: পর্যটন মৌসুমকে সামনে রেখে হঠাৎ কক্সবাজার শহরে বেপরোয়া হয়ে উঠে সংঘবদ্ধ ছিনতাইকারী দল। তারা পর্যটকসহ স্থানীয়দের টার্গেট করে কোন না কোন সময়ে জিম্মি করে সর্বস্ব লুটসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।
এমনকি এক পর্যটক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। এমন সময়ে পুলিশের অভিযান নিয়ে বিভিন্ন মহল থেকে নানা প্রশ্নের সৃষ্টি হয়।
ছিনতাইকারীদের তালিকা করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে অপরাপর অফিসারগন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ৪ দিনে ৪২ ছিনতাইকারীকে আটক করেছে। এ নিয়ে ৪দিনের অভিযানে আটকের সংখ্যা দাড়াল ৪২ এ। অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
পুলিশ সূত্রে জান যায়, বাস টার্মিনাল ঝিলংজা কৃষি খামারের উত্তর পাশে নারিকেল বাগানে শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে ৫টি ছোরা, ৪টি মুখোশ ও ৪টি লোহার রড সহ ৫জনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের স্টেডিয়ামপাড়া এলাকার মো. জসিম উদ্দিন (২৫), বৈদ্যঘোনা এলাকার মোহাম্মদ সেলিম (২৮), কলাতলী আদর্শ গ্রাম এলাকার মো. জাবেদ, সদরের ইসলামাবাদ উত্তর পাঁহাশিয়াখালী এলাকার মো. ইব্রাহীম (২০), চৌফলদন্ডী নতুন মহাল এলাকার মো. নুরুল হক।
শুক্রবারের অভিযানে কলাতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশকার পাড়া এলাকার আলী আজগর, চৌফলদন্ডী দক্ষিন মাইজ পাড়া এলাকার নুরুল হুদা, মধ্যম নাপিতখালী এলাকার মো. রুবেল ও মো. জুবায়েরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়–য়া জানান, বিশেষ অভিযানের সময় আগ্নেয়াস্ত্রসহ এসব ছিনতাইকারিদের গ্রেপ্তার করা করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ৪দিনে ৪২ জন ছিনতাইকারি আটক করা হয়। পর্যটন মৌসুমকে সামনে রেখে কোন অপরাধী যাতে মাথাচাড়া দিতে না পারে এ লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Posted ২:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta