কক্সবাংলা রিপোর্ট(২৮ ডিসেম্বর) :: কক্সবাজার সদর মডেল থানা পুলিশ আবারও অভিযান চালিয়ে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ছিনতাইকারী চক্রের চিহ্নিত আরও ৯ সশস্ত্র সদস্যকে আটক করেছে।এনিয়ে গত তিন দিনে ছিনতাইকারী চক্রের ৩৬ সদস্যকে আটক করতে সমর্থ হলো পুলিশ।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এ অভিযান চালায়। এসময় ছিনতাইকারী চক্রের সদস্যদের কাছ থেকে ৬টি ছোরা,৫টি মুখোশ ও ৭টি লোহার রড উদ্ধার করা হয়।
এর আগে ২৬ডিসেম্বর ১১ছিনতাইকারী সহ ১৪ জন এবং ২৭ ডিসেম্বর আরও ১০ ছিনতাইকারী সহ ১৩ জনকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে,২৮ ডিসেম্বর ভোর রাতে অস্ত্র-শস্ত্র নিয়ে একদল ছিনতাইকারী চক্র শহরের পর্যটন এলাকায় বড় ধরনের ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।
পরে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের কলাতলীস্থ হাইওয়ে রেস্ট হাউজ সংলগ্ন দক্ষিন পশ্চিমাংশে চন্দ্রিমা মাঠে যাওয়ার পথে রাস্তার পশ্চিম পাশে চন্দ্রিমা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৬টি ছোরা,৫টি মুখোশ ও ৭টি লোহার রড সহ ৯ ছিনতাইকারী চক্রের সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল- পেশকার পাড়ার আবদুল করিম এর ছেলে খালেকুজ্জামান ছাহিল ছানি (২০), মধ্যম বাহারছড়ার মৃত মোঃ হানিফ এর ছেলে নিহাত নেহাত (২০), লাইট হাউজ পাড়ার শুক্কুর মিয়ার ছেলে মোঃ রুবেল (২২), বাহারছড়া এলাকার কেরামত আলীর ছেলে মহিউদ্দিন বাপ্পা (২০), পেকুয়া থানার উলিদিয়া, সবুজ বাজার এলাকার আবুল কাশেম কসাই কাশেম এর ছেলে আকাশ (২০), বাদশা ঘোনার এলাকার নুর আলীর ছেলে আলী আকবর(২০), সৈকত পোষ্ট অফিস এলাকার আবদুছ সবুর এর ছেলে মিশাল আবিদ (২০), ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার মৃত সেলিম এর ছেলে শাখাওয়াত হোসেন হৃদয়(২০) এবং মৃত জামাল এর ছেলে শফিউল ইসলাম শফি(১৯)।
এ অভিযানে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, ইন্সপেক্টর মাইন উদ্দিন (অপারেশন), ইন্সপেক্টর আতিকুর রহমান, এসআই মোঃ খালেদ, এসআই দেবব্রত রায়, এসআই দীপক কুমার সিংহ, এএসআই প্রভাকর বড়–য়া, এএসআই দেলোয়ার হোসেন, এএসআই মোঃ রাশেদ ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ সঙ্গীয় অফিসাররা উপস্থিত ছিলেন।
এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান, ধৃতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, কক্সবাজার শহর ও শহরতলীর পর্যটক সহ সকল নাগরিকের নিরাপত্তা বিধানে পুলিশের বিভিন্ন টিমের এই অভিযান অব্যাহত আছে।
Posted ৫:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta