রোতাব চৌধূরী :: জেলা প্রশাসন, কক্সবাজারের তত্ত্বাবধানে পরিচালিত কক্সবাজার শিশু হাসপাতালে নতুন ল্যাবরেটরি কক্ষের উদ্বোধনের মধ্য দিয়ে শিশুস্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।
উন্নত রোগ নির্ণয় ও চিকিৎসা সেবার লক্ষ্যে স্থাপিত এই ল্যাবরেটরি আধুনিক স্বাস্থ্যসেবার এক গুরুত্বপূর্ণ সংযোজন।
সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই ল্যাবরেটরি কক্ষের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুবাইয়া আফরোজ এবং মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ভিশন, সেভ দ্য চিলড্রেন ও গ্লোবাল ওয়ান-এর প্রতিনিধিবৃন্দ।
ল্যাবরেটরিটির অবকাঠামো নির্মাণে ওয়ার্ল্ড ভিশন প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। আগামী মাস থেকে এখানে আধুনিক ল্যাব সেবা চালু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন,”এই ল্যাবরেটরি কক্ষের উদ্বোধন কক্সবাজার শিশু হাসপাতালের জন্য একটি বড় অগ্রগতি।
এটি শিশুদের সঠিক রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।
জেলা প্রশাসনের নিবিড় তদারকি এবং মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন ও গ্লোবাল ওয়ানের সহযোগিতায় হাসপাতালটিতে উন্নতমানের ল্যাব কিট ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংযোজন করা হয়েছে। ফলে শিশুদের দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।
জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজারের পশ্চিম বাহারছড়া এলাকায় অবস্থিত কক্সবাজার শিশু হাসপাতাল ২০২৩ সালের ২১ ডিসেম্বর উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর থেকে বিভিন্ন এনজিও’র সহযোগিতায় এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটি শিশুদের উন্নত চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
হাসপাতালের সেবা শুধু স্থানীয় বাসিন্দাদের জন্যই নয়, বরং রামু, মহেশখালী ও টেকনাফসহ দূরবর্তী অঞ্চল থেকেও রোগীরা উন্নত চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে আসছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালটিতে শিশুস্বাস্থ্যের উন্নয়নে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করা হচ্ছে।
বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধের পাশাপাশি আরও রয়েছে প্রতি বৃহস্পতিবার শিশুদের জন্য বিনামূল্যে চোখের পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান এবং শিশুদের দাঁতের সুরক্ষা নিশ্চিতে প্রতি মাসে ভ্রাম্যমাণ দন্ত্য চিকিৎসা সেবা।
Posted ১:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta