প্রেস বিজ্ঞপ্তি(২৪ ডিসেম্বর) :: কক্সবাজারের প্রাচিন সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সংগীতায়তনে’ শুভাগমন করেছেন কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক বিশিষ্ট চিকিৎসক ডা: পুঁচনু ও কমিউনিটি ক্লিনিকের সহযোগি অধ্যাপক ডা: মায়েনু।
তাঁরা শনিবার সন্ধ্যায় সংগীতায়তনে শুভাগমন করলে সংগীতায়তনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের সম্মানার্থে এক আলোচনা সভা ও সংগীতসন্ধ্যা পরিবেশিত হয়।
সংগীতায়তন সভাপতি অধ্যাপক রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী কবি আবুল কালাম আজাদ, সংগীতায়তন সাধারণ সম্পাদক এড. সেলিম নেওয়াজ, আবদুল মতিন আজাদ ও নুরুল আজিজ চৌধুরী।
গান পরিবেশন করেন অধ্যাপক রায়হান উদ্দিন, তালেব মাহমুদ, শাহ আলম, আফিয়া শামা বৃন্তা ও সোহেল রানা।
উপস্থিত ছিলেন সংগীতায়তন কর্মকর্তা প্রকৌশলী বদিউল আলম, জুলফিকার আলী, দেলোয়ার হোসেন, গণমাধ্যমকর্মী আনোয়ার হাসান চৌধুরী, তিলক ও এরশাদ প্রমুখ।
উল্লেখ্য, অতিথি ডা: পুঁচনু অনুষ্ঠানে গান গেয়ে সংগীতসন্ধ্যাকে আরো প্রাণবন্ত করে তুলেন। তিনি সংগীতায়তনে কর্মব্যস্ততার ফাঁকে গান চর্চা এবং সার্বিক সহযোগিতার কথা জানান।
Posted ৯:৪১ অপরাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta