আবদুর রাজ্জাক(১৭ মে) :: কক্সবাজার জেলার সদর থানাধীন ইসলামপুরে র্যাব-৭ অভিযান চালিয়ে ৫ টি দেশীয় অস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ মোঃ কালু (৩২) নামের এক ডাকাতকে আটক করেছে।
বুধবার (১৭ মে) দুপুরে জেলার সদর থানাধীন ইসলামপুর জুমনগর এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৪ টি একনলা বন্দুক,১ টি ওয়ান শুটার গান,১২ টি ১২ বোর শর্ট গানের গুলি, ১ টি প্লাস ও ১ টি এসএস এর পাইপসহ তাকে আটক করে।
এসময় র্যাব সদস্যরা ১ টি মোবাইল ফোন ও একটি সিম কার্ড় জব্দ করে। আটককৃত মোঃ কালু @ কালু ডাকাত জেলার ইসলামপুর, জুমনগর, ০৫ নং ওয়ার্ড়ের হাজী আলী আহাম্মদ @ সোনালীর পুত্র বলে জানা গেছে।
র্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক(মিড়িয়া) আমিরুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,কিছু সংখ্যক অস্ত্র ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করার লক্ষে অবৈধ অস্ত্র সহ অবস্থান করিতেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বুধবার (১৭ মে) দুপুর ২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন ইসলামপুর জুমনগর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার হাজী আলী আহাম্মদ @ সোনালীর পুত্র মোঃ কালু @ কালু ডাকাতকে ৪ টি একনলা বন্দুক,১ টি ওয়ান শুটার গান,১২ টি ১২ বোর শর্ট গানের গুলি, ১ টি প্লাস ও ১ টি এসএস এর পাইপসহ আটক করে। এসময় র্যাব সদস্যরা ১ টি মোবাইল ফোন ও একটি সিম কার্ড় জব্দ করে।
আটকধৃত আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে অস্ত্র আইনে মামলা দায়েরের প্র¯ু‘তি এবং আসামীকে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব সূত্রে প্রকাশ।
Posted ১২:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta