মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(২২ মে) :: কক্সবাজার সদরের ইসলামপুরে কমিউনিটি পুলিশ কর্মকর্তাকে হামলা ও মারধর করে সর্বস্ব লুট করা হয়েছে।
২২ মে দুপুরে ইউনিয়নের উত্তর নাপিতখালী সড়কে এ ঘটনা ঘটে। সংঘটিত ঘটনাটি ঈদগাঁও কমিউনিটি পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এএসআই মহি উদ্দীনকে অবহিত করা হয়।
জানা গেছে, ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি নুরুল আলম সোমবার দুপুর ২টার দিকে উতর নাপিতখালী সড়ক দিয়ে লবণ মাঠে যাচ্ছিল। এসময় তার সাথে নতুন অফিসের মীর আহমদের পুত্র সিরাজ এবং চৌকিদার আমির হোসেন ছিলেন।
তারা উক্ত এলাকার শামসুল আলমের বাড়ীর সামনে পৌঁছুলে অতর্কিত তার উপর হামলার ঘটনা ঘটে। দূর্বৃত্তদের মারধরে তিনি মাথায় গুরুতর জখম প্রাপ্ত হন।
এসময় লবণ মাঠের পলিথিন ক্রয়ের জন্য রাখা নগদ ৩০ হাজার টাকা ও ৮ হাজার টাকা দামের একটি স্কিন টাচ মোবাইল লুট করা হয়। দু’বছর আগে কমিউনিটি পুলিশের দায়িত্ব পালনকালে একটি ঘটনাকে কেন্দ্র করে তার উপর হামলা হয়েছে বলে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ বরাবর প্রদত্ত অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন।
এতে উত্তর নাপিতখালীর শামসুল আলম, হাছিনা আক্তার বুলু, কহিনুর আক্তার, পারেছা বেগম ও ভাদিতলার আবছারকে বিবাদী করা হয়। আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে চিকিৎসা করা হয়। খবর পেয়ে এএসআই মহি উদ্দীন হাসপাতালে আহত ব্যক্তিকে দেখতে যান।
Posted ১১:০১ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta