মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(২৩ মে) :: কক্সবাজার সদরের ইসলামাবাদে ভ্যাপসা গরমে হিটস্ট্রোকে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে।
২৩ মে সকালে পশ্চিম টেকপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মনোজা বেগম (৪৮) মৃত ছুরত আলমের স্ত্রী।
তীব্র গরমে ডায়রিয়া আক্রান্ত এ মহিলার অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য ঈদগাঁও আনার পথে সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। নিহতের বিবাহিত ছেলে ও মেয়ে রয়েছে। তিনি অন্যের বাড়িতে কাজ করতেন।
তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে তার প্রতিবেশী ও ঈদগাহ ফরিদ আহমদ কলেজের অধ্যাপক নাজেমুল ইসলাম হোছাইনী জানান, একই দিন হিটস্ট্রোকে নিহত এ মহিলাকে জানাযার পর স্থানীয় দরগাহ মুরা কবরস্থানে দাফন করা হয়েছে।
Posted ১১:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta