শাহিদ মোস্তফা শাহিদ,সদর(২ জুন) :: কক্সবাজার সদরের উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডী থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
১ জুন রাত আনুমানিক ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী পশ্চিম পাড়ার সাবেক মেম্বার কবির আহমদের পুত্র একরাম মিয়া বলে জানা গেছে।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামান জানান, গোপন সূত্রে খবর পেয়ে এএসআই আবুল কাশেম সঙ্গীয় ফোর্স পশ্চিম পাড়ায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫৭ পিস ইয়াবাসহ তাকে আটক করে। পরদিন সংশ্লিষ্ট মাদক আইনে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, আটককৃত একরাম মিয়া দীর্ঘদিন ধরে দোকান ইয়াবা বিক্রি করে আসছিল। তার কারণে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠছিল। পবিত্র রমজান মাসেও ইয়াবা ব্যবসা জমজমাট হওয়ায় স্থানীয়রা ফুঁসে উঠে পুলিশকে খবর দিলে ঐদিন তাকে আটক করা হয়।
Posted ১১:২১ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta