শাহিদ মোস্তফা শাহিদ,সদর (১৫ জুন) :: কক্সবাজার সদরের চৌফলদন্ডী পশ্চিম হিন্দুপাড়ায় বসত ঘরের মাটির দেওয়াল চাপায় ভক্তিরানী দে (১৬) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জুন) দিবাগত রাত ১ টার দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ভক্তিরানী দে ঐ এলাকার নোনারাম দে’র মেয়ে।
সে স্থানীয় সাগরমনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী বলে জানান প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
তিনি জানান, নিহতের পরিবারকে তাৎক্ষণিক স্কুল তহবিল থেকে ৩ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।
স্থানীয় এমইউপি রাশেদুল ইসলাম রাসেল জানায়, ভক্তিরানী দে প্রতিদিনের ন্যায় তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। পার্শ্ববর্তী ঝন্টু দের বাড়ির মাটির দেওয়াল ভারী বর্ষনের ফলে ভিজে যাওয়ায় ধসে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোঃ খায়রুজ্জামান ও চৌফলদন্ডী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউছুপ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Posted ১২:৫৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta