শাহিদ মোস্তফা শাহিদ,সদর(১৭ জুন) :: কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। উক্ত মোটর সাইকেলের প্রকৃত মালিক কে? এ নিয়ে চলছে ব্যাপক কানাঘুষা। তবে ২ জন মালিক বের হওয়ায় প্রশাসন ও পড়ছে বেকায়দায়। উভয়পক্ষের সাথে যোগাযোগ করলে নিজেরাই প্রকৃত মালিক বলে দাবী করে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, গত ৮ মাস পূর্বে চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিম পাড়ার এমইউপি মনির আহমদের পুত্র রুবেলের ক্রয়কৃত গাড়িটি কক্সবাজার কোট বিল্ডিং থেকে কে বা কারা চুরি করে নিয়ে যায়। বিভিন্ন এলাকায় সন্ধান চেয়েও কোথাও পাওয়া যায়নি।
অবশেষে গত জুমাবার বিকালের দিকে উক্ত গাড়ীটি নিয়ে একই ইউনিয়নের খোনকারখীল মাতবর পাড়ার কলিম উল্লাহ নামের এক ব্যক্তি ঘুরাঘুরি করলে মনির আহমদের পুত্র জিয়াউল হক তাকে চ্যালেঞ্জ করলে সে গাড়ীটি রেখে পালিয়ে যায়।
পরদিন কলিম উল্লাহর মামা মাষ্টার জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে ব্যাপক তল্লাশী করেও গাড়ীটির সন্ধান পায়নি বলে জানায় পুলিশ।
জিয়াউল হক জিয়া জানান, ২০১৫ সালে ৯৫ হাজার টাকা দিয়ে স্ট্যাম্প মূলে কক্সবাজার শহরের আবদুর রহিমের পুত্র সালাহ উদ্দীন থেকে সিলভার কালারের একটি পালসার ক্রয় করেন।
এদিকে গাড়ীর মালিক দাবিদার মাষ্টার জাহাঙ্গীর আলম গাড়ীটি তার নিজের। ঐদিন তার ভাগিনা ব্যক্তিগত কাজে চৌফলদন্ডী গেলে অন্যপক্ষের লোকজন তাদের দাবী করে গাড়ীটি রেখে দেয়। এ ব্যাপারে স্থানীয়ভাবে শালিসের কথাবার্তা চলছে।
এ প্রসঙ্গে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ খায়রুজ্জামান জানান, গাড়ীটি উদ্ধার হলে প্রয়োজনীয় কাগজপত্র দেখে প্রকৃত মালিককে ফেরত প্রদান করা হবে।
Posted ১২:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta