মোঃ রেজাউল করিম,ঈদগাঁও(৮ জুলাই) :: কক্সবাজার সদরের চৌফলদন্ডীর লবণ মাঠ থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ৮ জুলাই সকালে নতুন মহাল সংলগ্ন পুকুরিয়াঘোনা লবণ মাঠের পানির গর্ত থেকে তার লাশ উদ্ধার হয়।
উদ্ধারকৃত শিশুটি এর আগেরদিন বিকেলে খেলা করতে ঐ মাঠে গিয়েছিল। সন্ধ্যার পরও ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করছিল। লবণ মাঠে কর্মরত স্থানীয় এক শ্রমিকের খবরের ভিত্তিতে আত্মীয় স্বজনরা তার লাশ উদ্ধার ও স্বনাক্ত করেন।
শিশুটির বয়স ৮/৯ বছর হবে বলে জানান একই ইউনিয়নের আব্বাছ আলী। তবে তিনি ছেলেটির নাম গ্রাম বলতে পারেননি। তার বাড়ী নতুন মহাল এলাকায়। পিতা সৌদি প্রবাসী।
Posted ১২:২২ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta